
ব্যুরো রিপোর্ট:এমন কি হলো দল বেঁধে মেসোমশাইয়ের কাছে অভিযোগ জানতে গেলো তৃনমূল।এবার নির্বাচন কমিশনকে ” মেসো ” বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।উল্লেখ্য ইতি মধ্যেই মমতা বন্দোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ।প্রতিবাদে তৃনমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।এবার এই নিয়ে তৃনমূল কে আক্রমণ করেন দিলীপ।তিনি বলেন তৃনমূলের শীর্ষ নেতারা মোদী জি,অমিত শা ও জেপি নাদ্দা কে নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করেছেন, আমরা অভিযোগ জানায়নি। কিন্তু আমার করা মন্তব্য নিয়ে তৃনমূলের অভিযোগ জানাবার এতো আগ্রহ কেনো।এই কথা বলতে গিয়েই নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে কটাক্ষ করে ফের বিতর্কে দিলীপ