
নিজস্ব প্রতিনিধি,হায়দ্রাবাদঃ লোকসভা নির্বাচনের একলা লাড়াই কুরার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জোটের ব্যপারে এখনও আশাবাদী কংগ্রেস, সে কথা স্পষ্ট করেছেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোট অসম্পূর্ণ।
কিন্তু জয়রাম রমেশের সঙ্গে এক মত নন তেলঙ্গানার কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রায়গঞ্জ’র প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সি। তিনি মমতার নাম না করে বলেন, “আমি মনে করি তিনি পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছেন। আমরা ইতিমধ্যেই জানি, বিজেপির সঙ্গে তাঁর একটি নিরঙ্কুশ বোঝাপড়া রয়েছে। এবং এই সিদ্ধান্ত তা প্রমাণ করেছে। দীপা আরও বলেন, মমতা এত দিন ইন্ডিয়া ছিলেন এবং এখন তিনি তার মতামত পরিবর্তন করেছেন। সুতরাং, মমতা বিজেপির সাথে রয়েছেন। দীপার দাবি মমতা লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে সাহায্য করবে।