
অনুপ রায়, হাওড়া : ফের রাজ্যে মিলল জাল ওষুধ চক্রের সন্ধান। এবার স্থান হাওড়া। সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়ার আমতার এক গুদামে বোঝাই করে রাখা ছিল জাল ওষুধ।
রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকেরা সেই গুদামে হানা দিতেই পাওয়া গেল ২০ লক্ষ টাকার জাল ওষুধ। জানা গেছে হোলসেলারের মালিক পাটনা থেকে আমতায় আমদানি করতেন জাল ওষুধ গুলি।
পুলিশ সুত্রে খবর, জাল ওষুধের অফিসটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২০ লক্ষ টাকার জাল ওষুধ। পাশাপাশি তদন্তের জন্য বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। অভিযুক্ত জাল এজেন্সি ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেও বলে জানা যায়।