
অনুপ রায়,হাওড়া: ফের শুট আউট হাওড়ায় । শুক্রবার রাতে এক প্রোমোটার কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কা জনক অবস্থায় ঐ ব্যক্তিকে প্রথমে হাওড়া ও পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লিলুয়ার বাসিন্দা ঐ প্রোমোটারের নাম রাজেশ সিং। রাজেশ সিং একাধিক অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি পুলিশের। পুরোনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ, লিলুয়া থানার অন্তর্গত গোশালা এলাকায়, রাজেশ সিং এর ফ্ল্যাটের কিছুটা আগেই তাকে লক্ষ্য করে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইকে করে মুখ ঢেকে এসেছিল দুষ্কৃতীরা বলে জানা গেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।