
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার যুবভারতীতে মুম্বই এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। মুম্বই আইএসএলে অন্যতম শক্ত দল। তারউপর কার্লস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে বেশ চাপে। এদিন মুম্বই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত জানালেন,’তিনদিন আগেই ম্যাচ খেলেছি আমরা। তাই গত ম্যাচের সব খেলোয়াড়কে এই ম্যাচে পাওয়া সম্ভব না। রোটেশন পদ্ধতি অবলম্বন করব আমরা। এমন কয়েকজনকে কাল মাঠে নামতে হবে, যারা এখন পর্যন্ত সে রকম সুযোগ পায়নি। এক মাসে আমাদের আটটা ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের সুরক্ষিত করা আমার কাজ। আমাদের সামনে এখন দশটা ম্যাচ, যেগুলো সবই কার্যত ফাইনালের মতো। তাই দলের সবাইকেই কাজে লাগানোর চেষ্টা করব। প্লে অফে পৌঁছতে আমাদের জয়ের সংখ্যা বাড়াতে হবে”।
কার্ড সমস্যার জন্য এই ম্যাচে নেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। ফলে পুরো পরিকল্পনাটাই অন্য ভাবে ছকতে হচ্ছে স্প্যানিশ কোচকে। কুয়াদ্রাত বলেন, “এটা ঠিকই যে এই ম্যাচে ক্লেটনকে পাব না। তবে ওর অভাব পূরণের জন্য আমাদের আরও মাথা খাটিয়ে খেলতে হবে। কোচ হিসেবে আমাকে আমার খেলোয়াড়দের সুরক্ষিত করতেই হবে। কারণ, নক-আউটে খেলতে গেলে আমাদের আরও শক্তিশালী হতে হবে।
মুম্বই সিটি এফসি এই ম্যাচের প্রস্তুতির জন্য আমাদের চেয়ে বেশি সময় পেয়েছে। তবু আমাদের এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার লক্ষ্যই থাকবে। তবে সেটা অন্য উপায়ে। আমরা এখন পর্যন্ত অন্যদের চেয়ে কম ম্যাচ খেলেছি। এটা একটা সুবিধা। আবার আমরা গত ম্যাচে হেরে এই ম্যাচে নামছি, এটা একটা নেতিবাচক ব্যাপার। তবে সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেরা ছয়ে থাকতে গেলে আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং তা কাজেও লাগাতে হবে”।
এর আগের ম্যাচগুলির আগে যতটা আত্মবিশ্বাসী লেগেছিল তাঁকে, এই ম্যাচের আগে তার কথায়, অভিব্যক্তিতে অতটা আত্মবিশ্বাসের ছাপ নেই যেন। স্বীকারও করলেন সে কথা। বলেন, “এখন আর ততটা আত্মবিশ্বাসী নই। আমাদের রক্ষণে বদল আনতে হবে। তিন গোল খাওয়াটা মোটেই ঠিক নয়। ডিসেম্বরে আমাদের রক্ষণ যথেষ্ট শক্তিশালী ছিল। দৃঢ় মানসিকতা নিয়ে আমরা ডিফেন্স করেছি। এর পরে আমাদের চুঙনুঙ্গা জাতীয় শিবিরে চলে যায়। ওখানে অন্যরকম প্রশিক্ষণ, অন্য সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে হয় ওকে। ফিরে আসার পরে ওকে অন্য রকম লাগছে। তাই ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। তবে সমস্যাটা একজনকে নিয়ে নয়। পুরো দলকে নিয়েই। অনেক কিছুরই সংস্কার দরকার, যার জন্য সময় চাই”।
একাধিক তারকা খেলোয়াড় জানুয়ারির দলবদলে মুম্বই সিটি এফসি ছেড়ে চলে গিয়েছেন। তবে তাঁদের অনুপস্থিতি তাঁর দলকে সুবিধা দেবে, এটা মানতে নারাজ লাল-হলুদ কোচ। বলেন, “ওদের তারকারা নেই বলে আমরা সুবিধা পাব, এমন ভাবার কোনও কারণ নেই। বরং আমাদের যে মাত্র তিনদিনের মধ্যে আরও একটা ম্যাচ খেলতে নামতে হচ্ছে, এর সুবিধা ওরা পেতে পারে।’