
স্পোর্টস ডেস্ক : কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। সুপার সিক্স’ পঞ্চম তথা শেষ ম্যাচে কলকাতা কাস্টমস ক্লাবে ৫-২ গোলে হারালো টিম লাল হলুদ।
ইস্টবেঙ্গলের হয়ে নভজোৎ সিং-৩ টি আর পারদীপ মোর, অনুপ বাল্মীকি ১ টি করে গোল করলেন।হকি লিগে ইস্টবেঙ্গল প্রথম চ্যাম্পিয়ন হয় ১৯৬০ সালে অপরাজিতভাবে।
এবারের নিয়ে লিগে মোট চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার (১৯৬০, ১৯৬১, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৮, ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৯, ১৯৮৯,২০২২ এবং ২০২৪)
ইস্টবেঙ্গল ক্লাব লিগে রানার্স হয়েছে ১৬ বার (১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৬২, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৮, ১৯৮১, ১৯৮২, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৯, ২০০১ এবং ২০২১২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের হকি বিভাগ বন্ধ ছিল। দীর্ঘ ১৮ বছর পর ২০২১ সালে হকি বেঙ্গল (আগের নাম বেঙ্গল হকি অ্যাসোশিয়েসন) পরিচালিত কলকাতা প্রথম ডিভিশন হকি লিগে (এ গ্রুপ) ইস্টবেঙ্গল অংশগ্রহণ করে। ২০০২ সালের ২৪ এপ্রিল তারা কলকাতার প্রথম ডিভিশন হকি লিগে শেষবার খেলেছিল ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিপক্ষে।এই বছর অর্থাৎ ২০২৪ এ ইস্টবেঙ্গল ক্লাব সই করায় বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকাকে I তাদের মধ্যে উল্লেখযোগ্য অনুপ বাল্মীকি, বিকাশ দাহিয়া, পারদীপ মোর, গুরিন্দর সিং, বিশাল সিং ও গুরজিন্দর সিং I এদের সাথে অটল দেব সিং, মনীশ যাদব, হারসুখপ্রীত সিং, প্রমোদ, নভজোৎ সিং, গুরতেজ সিং, সাতভির সিং, বলবিন্দর সিং, বারীনদর সিং, সুনীল, সুমিত, মোহিত, কোহিনুর প্রীত সিং টিমকে আরো শক্তিশালী করে তোলে I কোচ জাগরাজ এর প্রশিক্ষণে গ্রুপ লিগের ছয়টি ম্যাচেই জয়লাভ করে ইস্টবেঙ্গল ক্লাব I