
স্পোর্টস ডেস্ক : ডেভেলপমেন্ট লিগে ডার্বিতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইস্ট বেঙ্গলের । আর ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন লাল হলুদ গোলরক্ষক রনিত সরকার। আর তাকে কিনা সান্ত্বনা দিচ্ছেন বিপক্ষ মোহনবাগান কোচ প্রশংসা প্রাপ্য বাস্তব রায়। চারপাশ থেকে উড়ে আসছে দুই দলের সমর্থকদেরই কটূক্তি। গালিগালাজ। জুনিয়র রনিতের পিঠে হাত রেখে ভরসা দিলেনবাস্তব। রনিত একা হারেননি। পরাজিত গোটা দল। একমাত্র ইস্টবেঙ্গল ম্যানেজার প্রতীম সাহাকে দেখা যায় । কিন্তু ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ উধাও। প্রশ্ন উঠছেই ভিন রাজ্য থেকে যে কোচদের নিয়ে আশা হচ্ছে তারা শুধুই পেশাদার! শুধুই সাফল্যতেই মুখ দেখাবেন! ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এলেন না।