
স্পোর্টস ডেস্ক :আগামী ১০ মার্চই কলকাতা ডার্বি। অর্থাৎ তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনেই বাঙালির বড়ো ম্যাচ।বদলালো শুধু সময়। রাত ৭.৩০ পরিবর্তে রাত ৯ টায় ডার্বি।বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকেও জট খোলেনি। এফএসডিএলও টিভি সম্প্রচারের জন্য ডার্বির দিন বদলাতে অনড় ছিল। শোনা গেছিল জামশেদপুরে ম্যাচ চলে যাবে। কিন্তু তাতে আয়োজক ইস্টবেঙ্গলের আর্থিক ক্ষতির সম্ভবনা ছিল।সবদিক বিবেচনা করে নেওয়া হল সিদ্ধান্ত।শোনা যাচ্ছে রাতে সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয় বাড়তি সরকারি বাস আর মেট্রো দেওয়া হবে। যদিও ব্রিগেড সমাবেশের দিনেই আদৌ কত বাস পাওয়া যাবে সেটা নিয়ে সংশয় আছে।