
প্রতীতি ঘোষ,বনগাঁ: শুক্রবার কাকভোরে ইডির অভিযান। শুরু করেছে ইডি। দুই ২৪ পরগনা ও কলকাতার একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি-র তদন্তকারীরা। চলছে তল্লাশি। এদিন সকালে প্রথমে বনগাঁয় নাম বিনয় ঘোষের বাড়িতে যায় তদন্তকারীরা।
বিনয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তথা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যের শ্বশুর। পাশাপাশি তল্লাশি শুরু হয়েছে শঙ্কর আঢ্যর বাড়িতে। তদন্তকারীরা পৌঁছে গিয়েছে শঙ্করের ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়িতেও। আরও এক কর্মীর বাড়িতে চলছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে ফেলে, কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, দিন কয়েক আগে তাকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, শঙ্কর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’।