
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কোন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তিত নির্বাচনী কমিশন, তা স্পষ্ট ভাবে উঠে এল জেলাশাসকদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের ভার্চুয়াল বৈঠকে।
শুক্রবার, জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। আগামী ২৪ শে ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলায় জেলায় যে অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকা গুলিকে চিহ্নিত করে রাখার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
পাশাপাশি লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় জেলাশাসকদের সঙ্গে, বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে এই মুহূর্তে উত্তর ২৪ পরগনার বিশেষ নজর রখছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিদিন যেভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চন্তিত কমিশন।