
ওঙ্কার ডেস্ক: মুকুল দেবের অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন বিনোদন দুনিয়া। মাত্র ৫৪ বছর বয়সে অভিনেতার মৃত্যু অবাক করেছে অনুরাগীদের। জানা গেছে, বহু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। গত ৭-৮ দিনে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁর, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, একাকিত্বে ভুগতেন তিনি। অবসাদ থেকে মুক্তি পেতে মদের আসক্তিতেও জড়িয়ে পড়েন। এর মধ্যেই মুকুলের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।
মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একাই থাকতেন। কন্যাও সেই ভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠে আসছে বার বার। সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিয়ো। মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা।
সেই ভিডিয়োর সঙ্গে মুকুল লেখেন, “অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।” ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে।
শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। অভিনেতাকে নিয়ে তাঁর ভাই রাহুল দেব সমাজমাধ্যমে লেখেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর কন্যা সিয়া দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে রাখবে।”