
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। ডেটিং অ্যাপে অভিনেতা রণবীর শো’রে। অভিনেতা পাত্রী খুঁজছেন? শুধু কি তাই? কেমন মেয়ে পছন্দ তাও লেখা রয়েছে! রয়েছে রণবীরের একাধিক ছবিও, সঙ্গে পছন্দ-অপছন্দ। ডেটিং অ্যাপটির নাম ‘বাম্বেল’। সেখানেই দেখা যাচ্ছে রণবীর শোরের নাম নিয়ে খোলা হয়েছে এক প্রোফাইল।
বয়সের জায়গায় লেখা হয়েছে ৫২। পেশায় অভিনেতা। তাঁর মন কীভাবে জিতে নেওয়া যাবে, সেখানে লেখা হয়েছে, উন্নত হিউমর সেন্স! ‘থিংস ইউ ক্যান বন্ড ওভার’ অর্থাৎ কীভাবে দু’জনের মধ্যে সম্পর্ক মজবুত হবে এই প্রশ্নের উত্তরে লেখা আছে ‘হিন্দু’! রণবীরের মোট তিনটি ছবি ওই প্রোফাইল থেকে ভাগ করে নেওয়া হয়েছে। সেই প্রোফাইলের স্ক্রিনশটই ঘুরেছে সমাজমাধ্যমে।
বাম্বেলে অভিনেতাদের নাম নিয়ে ‘ফেক প্রোফাইল’ তৈরির ঘটনা নতুন কিছু নয়! এই প্রোফাইলটি কি আদৌ রণবীরের কি না তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহও। যদিও অভিনেতা এখনও কোনও মন্তব্য করেননি। প্রোফাইলটি যদি সত্যিই রণবীরের হয়েও থাকে তাতেও অবশ্য আপত্তি নেই তাঁর ভক্তদের। রণবীর বহুদিন ধরে সিঙ্গল। ২০২০ সালে কঙ্কনা সেনশর্মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। জীবন নতুন করে শুরু করতেই পারেন তিনি। অন্তত এমনটাই মনে করেন রণবীরের ভক্তরা।
প্রসঙ্গত, বাংলার সঙ্গেও রণবীরের যোগসুত্র রয়েছে। অপর্ণা সেনের প্রাক্তন জামাই তিনি। ২০১০ সালে কঙ্কনা ও রণবীরের বিয়ে হয়। তাঁদের ছেলে রয়েছে, নাম হারুন। বিচ্ছেদ হয়ে গেলেও ছেলের দায়িত্ব কিন্তু বাবা-মা দু’জনেই ভাগ করে নিয়েছেন।