
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার রাকেশ সিং এর দায়ের করার জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। গার্ডেনরিচ কান্ডে আদালতের হস্তক্ষেপ কামনা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা রাজিব সিং। রাকেশ সিং প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। রাকেশ সিংহ এ্য আইনজীবী উল্লেখ করেন গার্ডেনরিচ এলাকায় একটি অননুমোদিত ভবন ধসে পড়েছে। এ এলাকায় একাধিক অননুমোদিত ভবন থাকায় এ বিষয়ে ক্ষতি নিয়ন্ত্রণে লুকোচুরি খেলেছে রাজ্য । 21শে মার্চ বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রবিবার গভীর রাতে গার্ডেনরিচে এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। এখন ও পর্যন্ত মৃতের সংখ্যা নয় জন। আহত ১৩ জন। এই সংখ্যা আর বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে নিহত ও আহতদের ক্ষতিপূর্ণের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। স্থানীয় কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে জল গড়াল কলকাতা হাইকোর্টে।