
ওঙ্কার ডেস্ক: বাজারে সোনার দাম কমতে চলেছে, এমনটাই খবর একাধিক পরিসংখ্যানে। এতদিন বিয়ের মরসুম চলছিল, যার ফলে অনেকটা উর্ধ্বমুখী ছিল সোনার দাম। বিয়ের মরসুম শেষ হতে বিভিন্ন পরিসংখ্যানে দাবি করা হয়েছে, এক ধাক্কায় ৩৮ শতাংশ পর্যন্ত দাম কমতে পারে হলুদ ধাতুর।
উল্লেখ্য গত সোমবার অর্থাৎ ৩১ মার্চ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৮৯ হাজার ৫১০ টাকা। আশা করা হচ্ছে সোনার দাম কমবে, সেক্ষেত্রে ১০ গ্রামের দাম নেমে আসতে পারে ৫৫ হাজার ৪৯৬ টাকায়। মার্কিন ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম মর্নিংস্টারের বিশ্লেষক জন মিলসের অভিমত, সোনার দাম প্রতি আউন্স ১ হাজার ৮২০ ডলারে নেমে আসতে পারে। যা বর্তমান সোনার দামের থেকে প্রায় ৩৮ শতাংশ কম প্রসঙ্গত সোনার দাম বর্তমানে প্রতি আউন্স ৩ হাজার ৮০ ডলারে পৌঁছেছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বের বহু দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। যে বিষয়টিকে একাধিক দেশ বাণিজ্য যুদ্ধ বলে মনে করছে। গোটা বিশ্বে যা অস্থিরতা বাড়িয়েছে। এছাড়া ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কাও সোনার দাম বাড়ার আরও একটা কারণ।
কিন্তু কীসের ভিত্তিতে দাম কমার সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকরা? জন মিলসের কথায়, দ্রুত হারে সোনার সরবরাহ বাড়ছে। তার ফলে বাজারে সোনার পরিমাণ বাড়ছে। বাজারে সোনা বেশি সরবরাহ হলে দাম কমবে। তিনি অস্ট্রেলিয়ার কথা তুলে ধরেছেন, মিলস জানান অস্ট্রেলিয়া সোনার উৎপাদন বাড়াতে শুরু করেছে। পুরনো সোনাও পুনর্ব্যবহার হচ্ছে বেশি পরিমাণে।এছাড়া সোনার চাহিদা কমার লক্ষণ দেখা দিয়েছে যা এই ধাতুর দাম কমার আরও একটি কারণ বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশ আবার দাবি করেছেন, সোনার দাম আরও বাড়তে পারে।