
স্পোর্টস ডেস্ক : ডার্বির পর কোচিতেও আরও একটি দুর্ধর্ষ জয় পেলো মোহনবাগান । বুধবার কেরালা ব্লাস্টার্সকে ৪-৩ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড । জোড়া গোল আর্মান্দো সাদিকুর। বাকি দুটো গোল দীপক টাংরি এবং জেসন কামিন্সের। আরও একটি দুরন্ত জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রইল টিম বাগান। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের জন্য একনম্বরে মুম্বই সিটি এফসি। সাপ লুডোর খেলায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য শীর্ষস্থান হাতছাড়া হল মোহনবাগানের। জেসন কামিন্সের চতুর্থ গোলের পর মুম্বইকে ছাপিয়ে একনম্বরে চলে গিয়েছিল সবুজ মেরুন। কিন্তু একেবারে শেষলগ্নে গোল হজম করায় গোল পার্থক্যে আবার একধাপ নেমে গেল মোহনবাগান । স্বাভাবিকভাবে এই ফলাফল নিয়ে মোটেও খুশি নন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস। ম্যাচের পরে তিনি বললেন,’আমাদের আরও তিন গোল করা উচিত ছিল। জেসন, লিস্টন গোলের ভাল সুযোগ পেয়েছিল। তবে আমরা যখন নাগাড়ে আক্রমণে উঠছিলাম, তখন রক্ষণে অনেক ফাঁকা জায়গা থেকে যাচ্ছিল। যা কাজে লাগাতে পারত প্রতিপক্ষ। দলের ছেলেদের বলব ভবিষ্যতে আরও দ্রুত যাতে এই জায়গাগুলো কমিয়ে আনা যায়, সেই চেষ্টা করতে”।
গোল পার্থক্যে উন্নতি করার জন্য তিনি যে ম্যাচটায় ৪-০-য় জিততে চেয়েছিলেন, তা জানিয়ে হাবাস বলেন, “আজকের ম্যাচটা যে কঠিন হবে, তা আমরা জানতাম। উল্টোদিকে একটা ভাল দল। সমর্থকদের প্রচণ্ড চিৎকার। তার ওপর তিন দিন আগেই ডার্বি খেলে লম্বা সফর করে এখানে এসেছি। এই অবস্থায় তীব্রতায় ভরা একটা ম্যাচ খেলা মোটেই সোজা ছিল না। আমাদের গোল পার্থক্য ভাল আছে ঠিকই। কিন্তু আজকের ম্যাচটা ৪-০-য় জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটা অবশ্য আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ”।