
ওঙ্কার ডেস্ক:অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কলকাতায় বিভিন্ন ধর্মের ধরগুরুদের নিয়ে সংহতি যাত্রা করেন মমতা বন্দোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সংহতি যাত্রা পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।সেইমতো রাজ্যের বিভিন্ন প্রান্তে ইমাম, পুরোহিত, ফাদার দের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো তৃণমূলের সংহতি মিছিল।
মঙ্গলবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা অনুষ্ঠিত হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেইমতো সোমবার বিকেলে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট সংহতি যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিরাট মিছিল বেরিয়ে টেক্সটাইল কলেজ হয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। মিছিলের উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ জেলা অন্যান্য বিধায়কগণ ও তৃণমূল নেতা কর্মীরা। এদিন হাজার চারেক কর্মী সমর্থক নিয়ে সংহতি মিছিল হয় দক্ষিণ চব্বিশ পরগনার হাবড়া তেও।। মিছিলে হাজির ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সোমবার বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে এই মিছিল শুরু হয়ে শেষ হয় জয়গাছি সুপারমার্কেটে এসে ।
এছাড়াও মেদিনীপুর,চব্বিশ পরগনা,মালদা ,ও দুই দিনাজপুর সহ রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল বের করা হয়।