
স্পোর্টস ডেস্ক : বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। এমন একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার দুই “অবাধ্য” ক্রিকেটারকে ছাঁটাই করে ফেলল বিসিসিআই। বুধবার ২০২৩-২৪ সালের চুক্তির তালিকা ঘোষণা করে বোর্ড। গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু ঈশান এবং শ্রেয়সের নাম তালিকায় নেই। বোর্ডের নির্দেশের তোয়াক্কা না করে রঞ্জি ট্রফিতে খেলেননি এই দুই ক্রিকেটার। এর শাস্তিস্বরূপ চুক্তি থেকে বাদ পড়লেন দুই তারকা ক্রিকেটার। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “সেন্ট্রাল চুক্তির ক্ষেত্রে এই পর্বে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণের কথা ভাবা হয়নি।” তাঁদের পরিবর্তে রিঙ্কু সিং এবং তিলক বর্মাকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের গ্রেড সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই তালিকায় ১৫ জন ক্রিকেটার রয়েছে। যার মধ্যে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবেও। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জিতেশ শর্মাকেও। দুর্ঘটনার পর এখনও মাঠে না ফিরলেও সেন্ট্রাল চুক্তির গ্রেড বি-তে আছেন ঋষভ পন্থ। এই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়েসওয়াল। গ্রেড এ ক্যাটাগরিতে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়া। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন ধর্মশালা টেস্টে খেললে গ্রেড সি-তে অন্তর্ভুক্ত করা হতে পারে সরফরাজ খান এবং ধ্রুব জুরেলকে। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা ক্ষোভ উগরে দেন বোর্ড দ্বিচারিতা করছে। একই নিয়ম হওয়া উচিত হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও। এক সমর্থক যেমন বললেন,শ্রেয়স আইয়ার বোর্ডের নির্দেশ মেনে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলছেন এবং রঞ্জিও খেলছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া প্রতি বছর চোট পেয়ে হাসপাতালে ভর্তি থাকছেন। কিন্তু চুক্তি থেকে বাদ যাচ্ছেন শ্রেয়স।’ অপরজন বলেন, ‘ওডিআই বিশ্বকাপের অন্যতম নায়ক শ্রেয়সকে বাদ দেওয়া হল রাজনীতির জন্য। সব কথা শুনেও তাঁকে বাদ পড়তে হল।’
ঈশানের পক্ষে ভোট কম হলেও কিছু সমর্থক তাঁকে সমর্থন করেছেন। একজন যেমন বলেন, ‘ঈশান তরুণ প্লেয়ার, ওকে বোঝানো উচিত ছিল। কারণ টেস্টে এখনও কোনও পাকাপাকি উইকেটকিপার নেই।’ তবে বাদ পড়া দুই প্লেয়ারের হাতে সুযোগ আছে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে ফেরার এবং কেন্দ্রীয় চুক্তি পাওয়ার।