
শেখ এরশাদ, ওঙ্কার বাংলা : বৃহস্পতিবার সাতসকালে হরিদেবপুরের এক আবাসনের নিচে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ
বৃহস্পতিবার সকালে কালু দে নামে বছর ৪৫ – র এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আবাসনের নিচে পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি পাড়ার লোকরা হরিদেবপুর থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে টালিগঞ্জ এম,আর বাঙ্গুর হাসপাতাল নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই কালু দে কে মৃত বলে ঘোষণা করেন ।
সূত্রের খবর, ওই ব্যক্তি স্থানীয় কিছু ছেলেদের সাথে মাঝেমধ্যেই নেশা ভান করতো। অভিযোগ কালু দে কে নির্মীয়মান আবাসনের ওপরে খুন করে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে, পরিবারের সদস্যদের আরো বক্তব্য দেহটি চিৎ হয়ে পড়েছিল। হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই ঘটনায় তার এক বন্ধুকে আটক করেছে এবং আরেক বন্ধুর খোঁজ চালাচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ । পুরো ঘটনার তদন্ত চলছে।