
স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড দলের ডান হাতি ওপেনার হ্যারি ব্রুককে নিয়ে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লী capital ১৩ কোটি ২৫ লক্ষতে বিকিয়েছিলেন তিনি। ঠিকানা ছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু নিরাশ করেছিলেন ইংলিশ ক্রিকেটার। ঠিক এখানেই রাশ ধরলেন সৌরভ। তিনি জানেন, কাকে কখন নিতে হয়। এই হ্যারি ব্রুককে জলের দরে তুলে নিলেন। রাজস্থানের সঙ্গে লড়াই করে মাত্র ৪ কোটিতে হ্যারিকে তুলল দিল্লি। আর রাজস্থান ৭.৪ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বিস্ফোরক ডান হাতি ব্যাটার রভওয়েন পাওয়েলকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ১৮৪টি টি২০ ম্যাচে পাওয়েলের ৩৩৬৯ রান রয়েছে। ১টি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টি২০ আন্তর্জাতিকে পাওয়েল ১টি শতরান ও ৫টি অর্ধশতরান-সহ ১২০২ রান করেছেন। বল হাতে ৫টি উইকেট রয়েছে। টি২০-তে ২৬টি উইকেট আছে তাঁর ঝুলিতে।১০টি দলে মোট ৭৭টি জায়গা ফাঁকা রয়েছে। তার মধ্যে ৩০ বিদেশিকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। মোট ৩৩২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ।