
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ প্রবীন নাগরিকদের জন্য সুখবর। এবার বয়স্ক নাগরিকেরাও আসতে চলেছেন স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায়। দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে এমনই নির্দেশিকা পাঠিয়েছে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI. এতদিন পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সীরা নতুন করে স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্স করতে পারতেন না। তবে ৬৫ বছরের আগে যারা স্বাস্থ্য বিমা করিয়েছিলেন তাঁরা বছর বছর হেলথ ইন্সুরেন্স রিনিউ বা পুনঃনবীকরণ করতে পারতেন। এর ফলে যারা ৬৫ বছরের আগে স্বাস্থ্য বিমা করেননি তাঁরা অসুবিধায় পড়তেন। অনেকদিন ধরেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবীন মানুষ স্বাস্থ্য বিমার বয়সসীমা বাড়ানোর দাবি তুলছিলেন। এবার তাদের দাবি মেনে নিয়ে গত ১ এপ্রিল থেকে বয়স্ক নাগরিকদেরও স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায় আনতে দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশিকা পাঠিয়েছে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI. স্বাস্থ্য বিমা সংগঠনগুলি অবশ্য জানিয়েছে প্রবীনদের নতুন করে হেলথ ইন্সুরেন্সের আওতায় আনতে তাদের কোনও সমস্যা নেই, তবে তার জন্য গুনতে হবে অতিরিক্ত গাঁটের কড়ি। সেক্ষেত্রে নবীনদের থেকে বেশকিছুটা উচ্চহারে বিমার প্রিমিয়াম গুনতে হবে অতি প্রবীন মানুষদের।