
ওঙ্কার ডেস্ক:উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি একাডেমীর প্রতিচী রায় তালুকদার। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। পড়াশোনার পাশাপাশি সে গান ও ছবি আঁকতে ভালবাসে । পরবর্তীতে চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে প্রতিচির। কোনরকম রুটিন করে সে পড়াশোনা করেনি, তবে দিনে ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করতো বলে সে জানিয়েছে সংবাদ মাধ্যমকে। বাবা ও মা দুজনেই পেশায় স্কুল শিক্ষক। রেজাল্ট বেরোনোর পর থেকেই প্রতিচির বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড়। খোঁজ নিচ্ছেন প্রতিবেশীরাও।