
অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা:মাঝে বাকি ঠিক আর ১ টা দিন,তারপরেই আগামী শুক্রবার থেকে সল্টলেকের সাই তে শুরু হয়ে যাবে এবারের ১২৫ তম ঐতিহ্য বাহী বেটন কাপ হকি টুর্নামেন্ট।ফাইনাল ২৮ তারিখ। পরিচালনায় হকি বেঙ্গল।।বাইরের ১৪ টি ,কলকাতার ৬ টি দল এবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আর একে কেন্দ্র করে আজ হকি বেঙ্গল তাঁবুতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং,ডঃভেস পেজ, নুমি মেহতা, প্রচি মেহতা,সভাপতি বাবুন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন এদিন।তাদের হাত দিয়ে হলো এবারের ট্রফি উন্মোচনও।অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেন। এবারকার টুর্নামেন্ট রীতিমতো জমে উঠবে বলে আশাবাদী সকলে।