
জয়ী সেনগুপ্তা, ওঙ্কার বাংলা: শীত মানেই বাঙালির কাছে উৎসব আর ছুটির মেজাজ। এই সময় ভ্রমণ পিপাসু বাঙালিদের ঘর ছেড়ে একটু বেড়িয়ে আসার মানসিকতা যেন সর্বক্ষণ নাড়া দেয়। কেউ যান দার্জিলিঙ অথবা সিমলায় আবার কেউ যান দিঘায় অথবা পুরীতে। তবে এই শীতে যদি আপনি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোন নির্জন জায়গার নিবিড় স্পর্শ পেতে চান , তবে একবার ঘুরে আসতেই পারেন হুগলীর গড় মান্দারণ থেকে । হুগলি জেলার উত্তর পশ্চিম দিকে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর ঠিক মাঝেই অবস্থিত গড় মান্দারণ। এক সময় এই অঞ্চলটি মান্দার বা মাদার গাছে ভর্তি ছিল। হয়তো তার থেকেই এমন নামকরণ হয় গড় মান্দারণ নামে। গড় কথাটির অর্থ হল কেল্লা বা দুর্গ। সময়ের বিবর্তনে গড়ের আর কোন ভগ্নাবশেষ অবশিষ্ট নেই। তবুও স্থানীয় মানুষের ধারণা মাটি খুঁড়লে দুর্গের অস্তিত্ব আজও মিলবে। গড় মান্দারণের প্রাকৃতিক সৌন্দর্য্য এক কথায় অসাধারণ। কাছেই বয়ে চলেছে আমোদর নদ। তথ্য অনুসারে অঞ্চলটি ছিল ওড়িষার রাজাদের অধীনে। ইতিহাস বলে, পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এখানে চলতো হিন্দু রাজ। সুলতান হোসেন শাহের সেনাপতি ইসমাইল গাজী রাজা গজপতি কপিলেন্দ্রকে যুদ্ধে পরাজিত করে এখানে মুসলিম রাজ প্রতিষ্ঠা করেন। গড়ের পেছনের দিকে রয়েছে সেই ইসমাইল গাজীর সমাধি। যেটি এখন পীর দরগা বা বোরো আস্তানা নামে পরিচিত। অনেকে পূণ্য অর্জনের জন্য এই দরগায় আসেন। ৬০ এর দশকে হুগলী জেলার জাহানাবাদ, বর্তমানে আরামবাগের কালেক্টর হয়ে আসেন ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম ঐতিহাসিক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ রচিত হয় এই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে। বর্তমানে গড় মান্দারণ একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।প্রায় ২০০ একর জমির উপরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র।
কীভাবে যাবেন গড় মান্দারণ?
কলকাতা থেকে আসতে হলে হাওড়া-গোঘাট লোকালে চেপে নামতে হবে আরামবাগ বা গোঘাটে। নেমেই অটো বা টোটো ধরে চলে আসুন গড় মান্দারণ। অন্যদিকে কামারপুকুর থেকেও বাস কিংবা অটোতেও যাওয়া যায়। দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
কোথায় থাকবেন?
যারা গড় মান্দারণে গিয়ে রাত্রিবাস করতে চান তাদের জন্যও রয়েছে ব্যবস্থা। পর্যটকদের থাকার জন্য তৈরী করা হয়েছে সুন্দর সুন্দর কটেজ। পিকনিক স্পট হিসেবেও জায়গাটি বেশ জনপ্রিয়। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চিলড্রেন’স পার্ক।
তাই এই মরশুমে যদি মাত্র এক বা দু দিনের স্মরণীয় কোন পর্যটন কেন্দ্র থেকে ঘুরে আসতে চান।তাহলে আপনার জন্য পারফেক্ট হলো গড় মান্দারণ