
অনুপ রায়,হাওড়া: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হাওড়ার দাসনগর। জানা গেছে হাওড়া লোকসভায় তৃণমূল জয় লাভ করার পর রবিবার রাতে বিজয় উৎসব করছিলো তৃণমূল। সেই সময় তৃণমূলের ব্লক সভাপতির ছেলে ও তার শাগরেদরা মদ্যপ অবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ । মহিলাদের মারে মাথাও ফেটে যায় শিবপুর ব্লক তৃণমূল সভাপতি ছেলের। মহিলাদের অভিযোগ রবিবার তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদের উত্ত্যক্ত করতে থাকে তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলে সহ একাধিক তৃণমূল কর্মীরা। স্থানীয় মহিলারা জানায় তারই প্রতিবাদ করায় তাদের উপর পাল্টা হামলা করে তারা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ।