
স্পোর্টস ডেস্ক :কলকাতা ময়দানের চাঁদের হাট নেমে এসেছিল মঙ্গলবার টাউন হলে। উপলক্ষ্য আইএফএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলকাতা লিগে বিভিন্ন ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাব দের পুরস্কৃত করল রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। ঐতিহ্যমন্ডিত টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিনির্বাপন ও জরুরী পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার,আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, বিশ্বজিৎ ভাদুড়ী, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, অশোক চন্দ,সাব্বির আলি, রঞ্জিত মুখার্জি,মিহির বসু, ভাস্কর গাঙ্গুলী,ভিক্টর অমলরাজ,মানস ভট্টাচার্য, নাসির আহমেদ, জামশেদ নাসিরি, রহিম নবি, জোস ব্যারেটো, অ্যাডামস ইউনিভার্সিটি কর্ণধার অধ্যাপক শমিত রায়,ছিলেন ড. শান্তনু সেন, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংস।এই অনুষ্ঠানে কলকাতা প্রথম বার চালু হওয়া রোলিং ট্রফি তুলে দেওয়া হল এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে। রানার্স ইমামি ইস্টবেঙ্গল এফ সি। প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হল নিউ আলিপুর সুরুচি সংঘ ও রানার্স আপ হয়ে পুরস্কৃত কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নের পুরস্কার পেল অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি।তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কৃত হল সারদান অ্যাথলেটিক ক্লাব , রানার্স জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়ন শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও রানার্স ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ডেফ, পঞ্চম ডিভিশন গ্রুপ এ চ্যাম্পিয়ন আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব, রানার্স বেনিয়াপুকুর ইনস্টিটিউট, পঞ্চম ডিভিশন গ্রুপ বি চ্যাম্পিয়ন বেলেঘাটা বালক বৃন্দ ও রানার্স হেস্টিংস ফুটবল ক্লাব পুরস্কৃত হল এদিনের অনুষ্ঠানে। এ ছাড়াও কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন শ্রীভূমি ফুটবল ক্লাব ও রানার্স ইমামী ইস্টবেঙ্গলকে পুরস্কৃত করা হয়। খেলো ইন্ডিয়া গেমসে অনূর্ধ্ব – ১৯ মহিলা ফুটবলে রানার্স বাংলা দলের ফুটবলার দের সংবর্ধিত করলো আইএফএ। সংস্থার প্রাক্তন সচিব প্রয়াত প্রদ্যুৎ দত্তের নামাঙ্কিত ‘ স্পোর্টস ম্যান স্পিরিট ‘ ট্রফি তুলে দেওয়া হয় আর্মি রেড দলের হাতে। এ দিন এই অনুষ্ঠান মঞ্চেই প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজের বই ‘ দি মিডফিল্ড ম্যায়েস্ট্রো ‘ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল| অনুষ্ঠানে মন্ত্রী সুজিত বসু বাংলা ফুটবলে উন্নয়নের লক্ষ্যে আইএফএ এর নিরলস ভূমিকার প্রশংসা করেন। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, আইএফএ একটা পরিবার। সবাই মিলে বাংলা ফুটবলের উন্নতির লক্ষ্যে সারা বছর জুড়ে পরিশ্রম করে চলেছে। সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত বন্দোপাধ্যায় এ দিনের অনুষ্ঠান সফল করার জন্য সমস্ত ক্লাব ও আইএফএ এর সকল পদাধিকারীর পরিশ্রমের কথা উল্লেখ করেন। এ দিনের অনুষ্ঠানে অনবদ্য সংগীত পরিবেশন করেন জি বাংলা সারেগামা খ্যাত শিল্পী আফরিন রানা ও অনুষ্কা।