
স্পোর্টস ডেস্ক :-ফুটবল মাঠে বাসের ‘মিছিল।’ আজ ধর্মতলায় বহু জেলা থেকে বাস নিয়ে পার্টির সভায় এসেছেন বহু SUCI পার্টিকর্মীরা। সভায় আসা বহু বাস-এর অস্থায়ী গ্যারাজ হয়ে গেছে ময়দানের তালতলা মাঠে। আইএফএ -এর দেওয়া কলকাতা লিগের ক্রীড়াসূচি অনুযায়ী আজ,শনিবার তালতলা মাঠেই তৃতীয় ডিভিশনের বালি প্রতিভা ক্লাব ও ট্যাঙরা ফুটবল ক্লাবের ম্যাচ আছে। সভার শেষে, মাঠ থেকে বাস গুলি চলে গেলো। কিন্তু একইসঙ্গে প্রশ্ন থাকলো মাঠগুলোতে আর ম্যাচ করা যাবে তো! আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের না জানিয়ে বাস মাঠে ঢুকেছে। আমাদের ম্যাচ হচ্ছে তালতলা মাঠে কেন এমন হল জানি না। আমি তালতলা মাঠের ওসিকে ফোন করলে তাকে ফোনে পাইনি।’এদিন ছিল মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচ মোহনবাগান মাঠে যা নিয়ে আসা সমর্থকদের অসস্তিতে পড়তে হয়।৩৫ বছর পর হল এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ।
হাওড়া, শিয়ালদা, আলিপুরের উত্তীর্ণ থেকে ব্রিগেডমুখী মিছিল
দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে ব্রিগেডে সমাবেশ
গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান
ব্রিগেড সমাবেশে ২৫টি রাজ্য থেকে আসেন নেতা ও কর্মীরা
মূল বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য সম্পাদক কর্নাটকের নেতা কে রাধাকৃষ্ণ
১৩০ ফুট লম্বা ৩০ ফুট চওড়া করে গড়ে তোলা হয়েছে এসইউসিআইয়ের সমাবেশ মঞ্চ।