
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ মঙ্গলবার পতঞ্জলি আয়ুর্বেদের ‘ভুয়ো বিজ্ঞাপন’ মামলায় সশরীরে শীর্ষ আদালতে হাজিরা দিলেন যোগগুরু রামদেব। সেখানেই সুপ্রিম কোর্টে নির্দেশ অমান্য নিয়ে ভৎসর্নার মুখে পড়তে হয় তাঁকে।
সুপ্রিম কোর্টে যোগগুরুর আইনজীবী হাত জোড় করে বলেন, ‘‘আমরা ক্ষমা চাইতে চাই এবং আদালত যা বলবে তা মানতে প্রস্তুত। সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।
প্রসঙ্গত, পতঞ্জলি বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ভুয়ো এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন’প্রচার করার অভিযোগ ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত নভেম্বর মাসে পতঞ্জলিকে বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। জরিমানা হতে পারে বলেও মৌখিক ভাবে জানানো হয়েছিল। ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই কেন্দ্রের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।