
শেখ এরশাদ,ওঙ্কার বাংলাঃ শহর কলকাতায় ফের আগুন। শনিবার কাকভোরে ব্যাঙ্কশাল কোর্টের পাশে গার্স্টিন প্লেসে একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে।
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন। পুরনো সেই বহুতলের ওপরের তলা ইতিমধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর। শনিবার কাকভোরের এই অগ্নিকাণ্ড ঘটে। অভিযোগ দমকল দেরিতে পৌঁছায় ঘটনাস্থলে। বহুতলের আশেপাশে বসবাস করা ২৫টি পরিবার আতঙ্কিত চোখে রাস্তা থেকে দাঁড়িয়ে সেই অগ্নিকাণ্ড দেখছেন। দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশও।
অগ্নিকাণ্ডের জেরে গোটা বিবাদী বাগ এলাকার আকাশ ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এদিকে পুরনো সেই বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। স্থানীয়রা দাবি করছেন, বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি। এর জেরে অগ্নিকাণ্ডে সেটির কাঠামো ভেঙে পড়ে কি না, তা নিয়েও আশঙ্কা রয়েছে। বাড়িটিতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ছিল আইনজীবীদের চেম্বার ছিল। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রে খবর, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি।