
স্পোর্টস ডেস্ক : প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন জসপ্রীত বুমরা। হায়দরাবাদের পর বিশাখাপত্তনম টেস্ট ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বুমরা। বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ৯১ রান দিয়ে ৯ উইকেট নেন এই পেসার। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্টে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। এবার আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে অনন্য নজির গড়লেন বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে আরও ৩টি টেস্ট ম্যাচ রয়েছে। এরপর আইপিএল এবং টি-২০ বিশ্বকাপ হবে। ফিটনেস ও ফর্ম ধরে রাখাই বুমরার লক্ষ্য। টি-২০ বিশ্বকাপে এই পেসারের উপর ভরসা করছে ভারতীয় দল।