
নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ ফের ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুমিছিল। এবার উত্তরপ্রদেশের হাথরাসে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর, হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই ঘটে যায় দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, পদপিষ্ট হয়ে প্রাণ হারান অসংখ্য মানুষ। হাথরসে চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। সূত্রের খবর, মৃতদের মধ্যে বেশ কয়েক জন মহিলা ও তিন জন শিশু রয়েছে। প্রায় ১০০-র বেশি মানুষ আহত বলে খবর।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরসের এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই হাথরসই ফের শিরোনামে।