
সোমনাথ মুখোপাধ্যায়ঃ কাশীধামের জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় রয়েছে শিবলিঙ্গ। কিন্তু সেই ওজুখানার পূর্ণাঙ্গ সমীক্ষা হয়নি। এবার পূর্ণাঙ্গ সমীক্ষা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল হিন্দু পক্ষ।
বিশ্বের প্রাচীনতম জনপদ কাশী। যেই জনপদের উল্লেখ পাওয়া যায় রামায়ণ ও মহাভারতের মত প্রাচীন মহাকাব্যে। সেই কাশী অর্থাৎ আজকের বেনারস রাজা হলেন হিন্দু দেবতা শিব। বেনারসে দেবাদিদেব শিব পূজিত হন বিশ্বনাথ নামে। সেই বিশ্বনাথ মন্দিরের পাশেই জ্ঞানবাপী মসজিদ। হিন্দু পক্ষের দাবি, মন্দির ভেঙ্গে তৈরী করা হয়েছিল জ্ঞানবাপী মসজিদ। এমনকি মসজিদের ভিতরে এখনও রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি, দাবি হিন্দু পক্ষের। দাবির জল গড়িয়েছে আদালতে। কোর্টের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা হয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র রিপোর্ট। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, জ্ঞানবাপী মসজিদের ভিতর হিন্দু দেবদেবীর মূর্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। হনুমান, গণেশ এবং নন্দীর মতো মূর্তি জ্ঞানবাপীর অন্দরে মিলেছে। শুধু তাই নয়, ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও পাওয়া গিয়েছে। এই রিপোর্টকে সামনে রেখে ইতিমধ্যেই মুসলিম পক্ষের কাছে জ্ঞানবাপী হস্তান্তরের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
কিন্তু জ্ঞানবাপীর ওজুখানার রহস্য উন্মোচন হয়নি। এবার রহস্য উন্মোচন আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হিন্দু পক্ষ। তাদের তরফে মামলাকারীর আর্জি, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে ওই চত্বরটি ভালোভাবে পরীক্ষানিরীক্ষা করার অনুমতি দেওয়া হোক।