
স্পোর্টস ডেস্ক :শ্যুট-আউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল। ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লাল কার্ড দেখেন অমিত রোহিদাস। তাঁর স্টিক বিপজ্জনকভাবে মাথার উপর উঠে গ্রেট ব্রিটেনের এক খেলোয়াড়কে আঘাত করে। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে ১০ জনে হয়ে যাওয়ার পর আরও ভালো পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। তবে এগিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই গোল হজম করে ভারতীয় দল। গ্রেট ব্রিটেনের হয়ে সমতা ফেরান মর্টন লি। এরপর আর গোল না হওয়ায় শ্যুট-আউটে গড়ায় ম্যাচ। শ্যুট-আউটে বাজিমাত করল ভারত। গ্রেট ব্রিটেনের একটি শট বাইরে যায় এবং একটি শট সেভ করেন ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হওয়ার পর শ্যুট-আউটে ৪-২ জয় পেল ভারত।হকিতে ১৫ মিনিট করে ৪টি কোয়ার্টার হয়। অমিত লাল কার্ড দেখায় দ্বিতীয় কোয়ার্টারের বেশিরভাগ সময় এবং তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের পুরো সময়ই ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে। এই লড়াই অত্যন্ত কঠিন ছিল। গোল হজম করলে সমতা ফেরানো কঠিন হয়ে যেত। এই কারণে চতুর্থ কোয়ার্টারের বেশিরভাগ সময়ই রক্ষণে জোর দেয় ভারতীয় দল। গ্রেট ব্রিটেন একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে দলকে বাঁচিয়ে দেন শ্রীজেশ।