
প্রতিনিধিঃ লাদাখে তুষারধস। আর সেই তুষারধসে চাপা পড়ে নিহত এক সেনা জওয়ান। নিখোঁজ আরও ৩ জন জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখের মাউন্ট কুনের কাছে ভারতীয় সেনাবাহিনীর হাই অলটিটিউড ওয়ারফেয়ার স্কুল রয়েছে। সেখানে ৪০ জন জওয়ানের একটি দল রোজকার অনুশীলনে ব্যস্ত ছিল। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎই সেখানে তুষারধস নামে। তুষারধসের কবলে পড়েন ওই ৪০ জন জওয়ান। ধ্বংসাবশেষ সরিয়ে একজনের দেহ উদ্ধার হয়। নিখোঁজ আরও ৩ জন। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। প্রবল তুষারপাতের ফলে পুরু বরফের স্তর জমেছে। সেই কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।