Skip to content
মে 18, 2025
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • অপারেশন সিঁদুর
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রচারদলে নেতৃত্বে শশী থারুর, তুমুল বিতর্ক কংগ্রেসে

সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রচারদলে নেতৃত্বে শশী থারুর, তুমুল বিতর্ক কংগ্রেসে

Online Desk মে 17, 2025
Shashi.jpg

ওঙ্কার ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোনঠাসা করতে কেন্দ্র যে কূটনৈতিক পদক্ষেপ করতে চলেছে তাতে প্রবীন কংগ্রেস নেতা শশী থারুরর নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের প্রস্তাব অগ্রাহ্য করে এভাবে শশী থারুরকে ওই গুরুত্বপূর্ণ সর্বদলীয় প্রতিনিধিদলে নেতা হিসেবে কেন্দ্র মনোনিত করায় প্রশ্ন উঠেছে। কারণ, কংগ্রেসের তরফে কেন্দ্রের প্রস্তাবে যে নামের তালিকা দেওয়া হয়েছিল সেখানে শশী থারুর নাম ছিল না। কংগ্রেস নেতা জয়রাম রমেশ X-এ জানিয়েছেন, “কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ১৬ মে সকালে কংগ্রেসকে অনুরোধ করেছিলেন যে পাকিস্তান থেকে তৈরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য বিদেশে পাঠানো প্রতিনিধিদলগুলিতে অন্তর্ভুক্তির জন্য চারটি নাম সুপারিশ করা হোক। ওইদিন দুপুর নাগাদ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষে চারটি নাম প্রস্তাব করেন যার মধ্যে শশী থারুর নাম ছিল না”।

কংগ্রেসের দেওয়া নামের তালিকায় ছিলেন: প্রাক্তন মন্ত্রিপরিষদ মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় দলের উপনেতা গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ডঃ সৈয়দ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ রাজা ব্রার। অথচ সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে, তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুর সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মনোনীত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পান্ডা, জনতা দল (ইউনাইটেড) সাংসদ সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপি (শারদ পওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনা (শিন্দে গোষ্ঠী) সাংসদ শ্রীকান্ত শিন্ডে।

 

প্রত্যুত্তরে বিজেপি-র মুখপাত্র অমিত মালব্য X-এ লিখেছেন, “কূটনৈতিক বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য কংগ্রেস দলের পছন্দ কেবল কৌতূহলোদ্দীপক নয়, এগুলি গভীরভাবে প্রশ্নবিদ্ধ”।

সাত সদস্যের এই প্রতিনিধিদল ২৩ মে থেকে ১০ দিনের একটি কূটনৈতিক মিশনে যোগ দেবেন, যেখানে তারা ওয়াশিংটন, লন্ডন, আবুধাবি, প্রিটোরিয়া এবং টোকিওর মতো গুরুত্বপূর্ণ রাজধানীগুলি পরিদর্শন করবেন। প্রতিটি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের “জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা” নীতি তুলে ধরবেন এবং অপারেশন সিন্দুরের অধীনে সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণার প্রতিক্রিয়ায় থারুর বলেছেন,, আমন্ত্রণ পেয়ে তিনি “সম্মানিত”। থারুর আরও বলেন, জাতীয় স্বার্থ জড়িত থাকলে তিনি “অভাবী” বলে বিবেচিত হবেন না।

কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে থারুরের নির্বাচন। ভারতের সামরিক প্রতিক্রিয়া মোকাবেলায় সরকারের ভূমিকাকে সমর্থন করে তার সাম্প্রতিক প্রকাশ্য মন্তব্য ক্ষমতাসীন দলের নেতাদের কাছ থেকে বিরল প্রশংসা পেয়েছে। কিন্তু তার নিজের দলের মধ্যেই তৈরি হয়েছে প্রবল অসন্তোষ। থারুর বলেছেন, সরকার সংযম এবং নির্ভুল ভাবে কাজ করেছে, ৭ মে হামলার সময় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের শুধুমাত্র সন্ত্রাসবাদী শিবির লক্ষ্য করে, ১০০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে বলে জানা গেছে।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রমেশ বলেছেন, “এটি তার মতামত। থারুর সাহেব যখন কথা বলেন, তখন এটি দলের মতামত নয়।” তিনি বলেন, “থারুর মন্তব্যগুলি কংগ্রেসের নীতিগত লাইনের সঙ্গে যায় না”। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি চুক্তিতে স্বচ্ছতার অভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনা করেছে এবং এর মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে থারুরের সম্পর্ক দীর্ঘদিন ধরেই পর্যায়ক্রমে দ্বন্দ্বের মধ্য দিয়ে চলেছে। ২০১৪ সালে, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে প্রশংসামূলক মন্তব্যের পর পর তাকে দলীয় মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হয়। ২০২০ সালে, তিনি তথাকথিত জি-২৩-এর অংশ ছিলেন, তখন কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি দল সাংগঠনিক সংস্কারের দাবি জানিয়েছিল। সেই দলের অনেকেই তখন থেকে দল ছেড়ে দিয়েছেন। ২০২২ সালে, থারুর মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কংগ্রেসের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গান্ধী পরিবারের পক্ষ থেকে খাড়গের সমর্থন সত্ত্বেও, থারুর ১,০০০-এরও বেশি প্রতিনিধি ভোট পেয়েছিলেন।

Post Views: 20

Continue Reading

Previous: ‘ভারত-পাক সংঘাত আমিই মিটিয়েছি’, ফের দাবি ট্রাম্পের
Next: মুজিবুর হত্যাকাণ্ডের পর নির্বাসিত জীবন কাটিয়ে ১৭ মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা

সম্পর্কিত গল্প

20250405_135418.jpg

‘ভারত-পাক সংঘাত আমিই মিটিয়েছি’, ফের দাবি ট্রাম্পের

Online Desk মে 17, 2025
IMG-20250517-WA0000.jpg

আকাশ-তির : ভারতের নতুন সমরসম্ভারের নেপথ্যে এক অদৃশ্য শক্তি

Online Desk মে 17, 2025
20250517_164818.jpg

ভারতের খবর পাকিস্তানে পাচার! হরিয়ানায় গ্রেফতার যুবক

Online Desk মে 17, 2025

You may have missed

Hasina.jpg

মুজিবুর হত্যাকাণ্ডের পর নির্বাসিত জীবন কাটিয়ে ১৭ মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা

Online Desk মে 17, 2025
Shashi.jpg

সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রচারদলে নেতৃত্বে শশী থারুর, তুমুল বিতর্ক কংগ্রেসে

Online Desk মে 17, 2025
20250405_135418.jpg

‘ভারত-পাক সংঘাত আমিই মিটিয়েছি’, ফের দাবি ট্রাম্পের

Online Desk মে 17, 2025
IMG-20250517-WA0000.jpg

আকাশ-তির : ভারতের নতুন সমরসম্ভারের নেপথ্যে এক অদৃশ্য শক্তি

Online Desk মে 17, 2025
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.