
নিজেস্ব প্রতিনিধি,কলকাতাঃ ঝাড়খণ্ড থেকে শুরু হয়েছে জল ছাড়া। যার ফলে ক্রমশ জটিল হচ্ছে বাংলার পরিস্থিতি। রাজ্যে বন্যার আশঙ্কা। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাংলায় বন্যার পরিস্থিতি রুখতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মমতা। তিনি ঝাড়খণ্ডের জল ছাড়ার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নজর রাখতে অনুরোধ করেছেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এই নিয়ে আমি হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করেছি।” মুখ্যমন্ত্রীর কথায়, “ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে। যা ‘ম্যানমেড’! তাই আমি হেমন্ত সোরেনকে বিষয়টি নজর রাখতে অনুরোধ করেছি।”
নবান্ন সূত্রে খবর, বন্যার পরিস্থিতির মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সকল জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী । জেলা শাসিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।