
নিজেস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিলেন উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন। ঠিক কী কারণে উত্তর-পূর্ব ভারতের মধ্যে উত্তরবঙ্গকেও অন্তর্ভুক্ত করে নেওয়ার দাবি তুলেছেন, সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতি মন্ত্রীর দাবি, যদি সেই প্রস্তাবে সায় দেন প্রধানমন্ত্রী এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় প্রকল্পের জন্য বেশি টাকা আসবে উত্তরবঙ্গে। ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়নের গতি। তবে পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেননি বলে দাবি করেছেন সুকান্ত।