
ওঙ্কার ডেস্ক: হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হল আরও এক শিশু। পুদুচেরিতে জেআইপিএমইআর-এ চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। পুদুচেরির স্বাস্থ্য পরিচালক ভি রবিচন্দ্রন রবিবার এক বিবৃতিতে বলেন, শিশুকন্যাটি জ্বর, কাশি এবং সর্দির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এপর্যন্ত গোটা দেশে ১৮জন এইচএমপি ভাইরাসে আক্রান্ত। গত সপ্তাহে পুদুচেরিতে প্রথম এই ভাইরাস সংক্রমণের হদিশ মেলে। তিন বছরের এক শিশু এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে।
পুদুচেরির স্বাস্থ্য দফতরের তরফে এই ভাইরাস মোকাবিলায় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, চিনে এইচএমপি ভাইরাস দাপট দেখাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে চিনের হাসপাতালগুলোতে ভাইরাস আক্রান্ত রোগীর ভিড় প্রচুর।
ওই ভিডিওতে এও দাবি করা হয়েছে, হাসপাতালে আসা অধিকাংশই এইচএমপি ভাইরাসে আক্রান্ত। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। এদিকে ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যজনিত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।