
সুরজিৎ দাস, নদীয়াঃ ভারতীয়রা সাবধান, কেউ নদীতে নামবেন না, কারণ ওই নদীটি পুরোপুরি বাংলাদেশের মধ্যে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কোদালিয়া নদী নিয়ে এমনই আজব দাবি ইউনূসের সেনাবাহিনীর । এরপর থেকেই কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকার কোদালিয়া নদীকে ঘিরে নতুন করে তরজা দুই দেশের মধ্যে। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জে অধীনঘাট, রংঘাট, প্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে। এই সীমান্তবর্তী এলাকার দুই দেশের কাঁটাতারের মাঝেই এই নদী, যা দীর্ঘদিন ধরে রয়েছে ভারতীয় সীমান্তে, কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইকিং করে জানান দিচ্ছে সেই নদী নাকি তাদের দখলে। সেই কারণে বাংলাদেশ সেনা একপ্রকার হুকুম দিচ্ছেন যাতে কোনও ভারতীয় ওই নদী ব্যবহার না করেন। ভারতীয়দের দাবি তারা দীর্ঘদিন ধরেই নিত্যদিনের কাজে ওই নদী ব্যবহার করছেন। পাশাপাশি জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে কিছু সিমেন্টের পিলার বসানো ছিল সীমানা নির্ধারণের জন্যে যেগুলি কিছুদিন ধরে তুলে ফেলা হয়েছে। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে কোদালিয়া নদী নিয়ে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেও, ভারতীয় সেনাদের সাহায্যে সীমান্তবর্তী এলাকার এই নদী এখনও ব্যবহার করছেন নদীয়া সীমান্তবাসীরা বলেই জানা গেছে।
ভিডিও দেখুন-