
প্রশান্ত দাস, মালদা:
মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে,মৃত ৫ । ইংলিশ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথদুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের। আশঙ্কা জনক আরো দুইজন। জানা গেছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন । ঠিক সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটিকে একটি লরি গিয়ে ধাক্কা মারে। এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে। তাদের মধ্যে পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর দুই নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এলাকার।