
ওঙ্কার ডেস্ক: ভারতীয় চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে সম্মেলন আয়োজিত হল বুধবার। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে এদিন বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বাণিজ্য ভবনে এই সম্মেলন হয়।
বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চা শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করেন তিনি। পাশাপাশি দেশের আর্থ-সামাজিক কাঠামোতে চায়ের গুরুত্ব এবং চা রফতানিতে ভারতের অবস্থান শক্তিশালী করার জন্য তার ব্র্যান্ডিং ও বিপণনের জন্য উদ্ভাবনী উপায় অনুসন্ধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী।
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব সুনীল বার্থওয়ালের ভাষণে উঠে আসে দেশের বিভিন্ন চা উৎপাদনকারী অঞ্চল যেমন কাংড়া, আসাম, দার্জিলিং, উত্তরাখণ্ড। এই সমস্ত অঞ্চলে তাঁর সফরের সময় ঘটা আকর্ষণীয় বিষয়গুলি ভাগ করে নেন। তিনি সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন প্রচারমূলক এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ‘চা সাক্ষরতা’ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন যাতে তারা ভারতীয় চায়ের বিভিন্ন বৈশিষ্ট্য এবং সূক্ষ্মতা আরও ভালভাবে উপলব্ধি করতে পারে।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে প্যানেল হয়। ‘জৈব চা: ভবিষ্যতের টেকসই পথ’, ‘বিশ্বব্যাপী ব্যবহারের ধরণ – নতুন যুগের চা এবং যুব সমাজের সম্পৃক্ততা’, ‘ভারতীয় চা – আগামীর দিকে তাকানো’ বিষয়ের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।