
প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা: ভারত ও বাংলাদেশ, কাঁটাতারের দু পারে দুই পৃথক রাষ্ট্র। কিন্তু দুই দেশের মধ্যে সেতু গড়ে দিয়েছে বাংলা ভাষা। অন্যান্য বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ একত্রিত হন পেট্রোপোল সীমান্তের কাছে ‘নো ম্যানস ল্যান্ডে’। অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা-শহিদদের শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছরে দুই বাংলার মানুষের যৌথ উদ্যোগ দেখা গেল না মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে।
এ বছর সীমান্তের দুই পারে আলাদা আলাদা ভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় তৃণমূল নেতা জাফর আলি মণ্ডল বলেন, বাংলাদেশের পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আমরা নিজেদের উদ্যোগে ভাষা দিবসের অনুষ্ঠান করছি। তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে এবং যৌথভাবে ভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা যাবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গের ভাষাপ্রেমী মানুষ। প্রতিবারের মত দুই দেশের মানুষের যৌথ উদ্যোগে দিনটি পালিত না হওয়ায় মন ভার ভাষাপ্রেমীদের।
ভিডিও দেখুন-