
ওঙ্কার ডেস্ক: দেশের বেহাল অর্থনৈতিক অবস্থার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিপুল ঋণ নিয়েছে পাকিস্তান। পরিমাণটা প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। যে ঋণ দেওয়ার ক্ষেত্রে চরম বিরোধিতা করেছে ভারত। কিন্তু এই ঋণ পাওয়ার পরেও স্বস্তিতে থাকবে না ইসলামাবাদ। কারণ ২ বছরে ট্রিলিয়ন কোটির ঋণ শোধ করতে হবে শাহবাজ শরিফ সরকারকে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইএমএফ থেকে ১৯৫৮ সাল থেকে পাকিস্তান মোট ২৪ বার ঋণ নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বার ঋণ নিলেও দেশের অর্থনীতিতে উন্নতি করতে পারেনি ইসলামাবাদ। আইএমএফ যাতে পাকিস্তানকে ঋণ না দেয়, সে কারণে ভারতের তরফে বিরোধিতা করে বলা হয়, পাকিস্তান ঋণের অর্থ আন্তঃসীমান্ত সন্ত্রাসে ব্যবহার করতে পারে। এদিকে একাধিক সংস্থা থেকে ঋণ নেওয়ার কারণে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে পাকিস্তানকে ১৩০ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলার শোধ করতে হবে ২০২৫ সালে। ২০২৭ সালে শোধ করতে হবে ১০০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকে একাধিকবার চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। ১৯৫৮ সালে পাকিস্তান প্রথম আইএমএফ থেকে ঋণ নেয়। তার পর থেকে কয়েক বছর অন্তর আইএমএফ থেকে ঋণ নিতে থাকে দেশটি।