
স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ । তার পরে থেকে ক্রিকেট মাঠে নামতে পারেননি তিনি। পন্থ জানিয়েছিলেন, ওই দুর্ঘটনার পর তাঁর মনে হয়েছিল পা বাদ দিতে হবে। সেই যন্ত্রণার দিনগুলো পেরিয়ে এসেছেন পন্থ। এ বার অপেক্ষা ফের স্বমহিমায় মাঠ কাঁপানোর। সম্প্রতি এমএলসির মেলবোর্ন ওয়াশিংটন ফ্রিডম টিমের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেব রিকি পন্টিং। সেখানে পন্টিং বলেন, ‘ঋষভ পন্থ খুব আত্মবিশ্বাসী যে ও এ বারের আইপিএলে খেলবে। সোশ্যাল মিডিয়ায় ও যে ভিডিয়ো তুলে ধরছে তাতে দেখা যাচ্ছে ও ভালো ভাবেই দৌড়তে পারছে। আইপিএলে আমাদের প্রথম ম্যাচ শুরু হতে ছয় সপ্তাহ দেরি রয়েছে। আমরা এখনও অবশ্য এটা জানি না যে, ও উইকেটকিপিং করবে কিনা।’
পন্টিংয়ের মতে, তিনি যদি এই মুহূর্তে ঋষভকে জিজ্ঞাসা করেন তা হলে তিনি একপায়ে খাঁড়া হয়ে বলবেন, ‘আমি প্রত্যেকটা ম্যাচ খেলব। আমি প্রতিটি ম্যাচেই কিপিং করব এবং ৪ নম্বরে ব্যাটিং করব। ও এটাই পছন্দ করে। এ বার দেখার সবকিছু ঠিকঠাক থাকলে কী হয়। ও এক কথায় অসাধারণ প্লেয়ার। ও আমাদের প্রকৃত অধিনায়ক। গত বছর আমরা প্রবলভাবে ওকে মিস করেছি।’