
অমিত কুমার দাস:শর্তসাপেক্ষে সভার অনুমতি পেল আইএসএফ। ভিক্টোরিয়া হাউস এর সামনে সভার অনুমতি দিল আদালত। সভার দায়িত্ব নেবেন যিনি তার নাম জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। রাজ্যের অনুমতি না দেওয়ার কোন কারণ আছে বলে মনে করছে না আদালত। বেলা আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সভার অনুমতি দেয়া হয়েছে, ১০০০ জনকে নিয়ে সভা করা যাবে, কুড়ি ফুট বাই ২০ ফুটের মঞ্চ হবে, স্বেচ্ছাসেবী রাখতে হবে, গাড়ি যাওয়ার রাস্তা ছেড়ে রাখতে হবে, খারাপ বা উস্কানিমূলক মন্তব্য করা হবে না সভা থেকে, সকাল ন’টা থেকে দুপুর একটার মধ্যে মঞ্চ তৈরি কাজ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।