
বাবুল প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোমবার সকালে জোরদার প্রচার করলেন বারুইপুরে। এদিন তিনি বারুইপুরের পদ্মপুকুর অঞ্চলের কাছারি বাজার এলাকায় এসে প্রচার করেন। । বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত।এদিন সৃজন বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাজারে গিয়ে প্রচার করেন। এদিন বাজারের মাঝে গিয়ে ক্রেতা ও বিক্রেতার পাশে দাঁড়িয়ে প্রচার করেন বামপ্রার্থী সৃজন। এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। । তারপরেই এক ব্যবসায়ীর কাছ থেকে লিচু নিয়ে খেতে ও দেখা যায় বাম প্রার্থী কে। এদিন সিপিএমের এই তরুণ প্রার্থীকে দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো.