
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ বৃহস্পতিবার খুলছে জলপাইগুড়ি জেলার সাইলি চা বাগান। পাশাপাশি আগামী সোমবার থেকে স্বাভাবিক হবে দেবপাড়া চা বাগানের। দুটি বাগানের পরিচালকরাই বুধবার জলপাইগুড়ি জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্যকে মালিকপক্ষ চিঠি পাঠিয়েছে, বলে প্রশাসন সূত্রে খবর। মালিক পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বন্ধ দুই চা বাগানের শ্রমিকরা। প্রসঙ্গত, মাল বাজার ব্লকের সাইলি চা বাগানটি বন্ধ হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। বছরের শুরুতেই তালা ঝুলেছিল বানারহাট ব্লকের দেবপাড়ায়।