
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: রবিবার দুই দফার কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িবাসী। ভোরের ঝড়ে তেমন ক্ষতি না হলেও , বিকেল তিনটা নাগাদ জলপাইগুড়ির উপর দিয়ে বয়ে যাওয়া দ্বিতীয় দফার কালবৈশাখী ঝড়ে মৃত্যু হয় চারজনের। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। যাদের ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন লোকসভা নির্বাচনের তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা।