
উজ্জ্বল হোড় , জলপাইগুড়ি:৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়।প্রত্যুষা জলপাইগুড়ি সংগঠনের তরফে জলপাইগুড়ি দিশারী ক্লাব মোড় থেকে শহরের নেতাজী পাড়া বাস স্ট্যান্ড হয়ে করলা নদী পর্যন্ত মিছিলটি হয়।
“দূষণ রোধ করুন প্রকৃতি রক্ষা করুন, গাছ লাগান প্রাণ বাঁচান,পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো,” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসের র্যা লির আয়োজন করে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনেরা। পরিবেশ কর্মী সুখেন্দু চক্রবর্তী বলেন শহরগুলিতে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার মূল কারন এসি ব্যবস্থা।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছোট থেকে বড় সংস্থার পরিবেশ প্রেমিক ও কর্মীরা অংশগ্রহণ করেন।