
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : শীত বিদায়ের বার্তা নিয়ে হাজির বসন্ত। জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ। তবে, শীত যেন বিদায় নিতেই চাইছে না জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ থেকে। বিগত কয়েক দিন সকাল থেকেই বেড়ে চলেছিল তাপমাত্রা। তবে শনিবার আচমকাই ভোলবদল আবহাওয়ার। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকল জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল। সঙ্গে হিমেল হাওয়ায় কার্যত নতুন করে গায়ে গরম জামা কাপড় চড়াতে বাধ্য করেছে প্রকৃতি।