
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ. জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী এলাকার বাহের চর এলাকায় ক্রমশ বাড়ছে তিস্তার স্রোত। জানা গেছে, তিস্তা নদীর চরের এই অংশে থাকা আইসিডিএস সেন্টারের রান্নাঘরটি কয়েকদিন আগেই পাহাড়ে নদী ভাঙ্গনে তলিয়ে গিয়েছিল। শুক্রবার রাতে তিস্তার গর্ভে তলিয়ে গেল গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে চারজন শিক্ষক ওই প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে যান, স্কুলে রয়েছে প্রায় ৫০ জনের কাছাকাছি ছাত্র-ছাত্রী. এবছর আরো ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল এই স্কুলে। তিস্তার ভাঙনে স্কুল তলিয়ে গেলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত সকলে।
বিস্তীর্ণ এই চর এলাকায় মূলত বাদাম, আলু, মরসুমী সবজি চাষ হয়। তিস্তার চরের জমিতে চাষ করে ফসল ফলান প্রায় ৩০০ কৃষক পরিবার। সম্প্রতি, যে আইসিডিএস সেন্টার তিস্তার জলে তলিয়ে গেছে সেখান থেকে এলাকার প্রায় ৩০০ মা ও শিশুর প্রতিদিন পুষ্টিকর খাবার পেতেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আইসিডিএস সেন্টার তলিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি.